আজ ইফতারের সময়সূচি (১২ মার্চ)

আজ ইফতারের সময়সূচি (১২ মার্চ)

গণমাধ্যম ধর্ম বাংলাদেশ

আজ মঙ্গলবার (১২ মার্চ) শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা পালনে যথাসময়ে সাহরি ও ইফতার করা গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেই প্রথম রমজানে ইফতারের সময়সূচি…আজ ইফতারের সময়: ৬টা ১০ মিনিট।

আগামীকাল বুধবার (১৩ মার্চ) সাহরির শেষ সময়: ৪টা ৫০ মিনিটফজর শুরু: ৪টা ৫৬ মিনিট।

সারা দিন রোজা রাখার পর যে পানাহারের মাধ্যমে রোজার সমাপ্তি করাকে ইফতার বলে। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬ রোজা রাখার জন্য সাহরি ও ইফতারের পাশাপাশি নিয়তও জরুরি।

তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। বস্তুত মনের ইচ্ছাই হলো নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। আল বাহরুর রায়েক : ২/৪৫২