মা ওমা মা ওমা,
কাল ভোরে জাগিয়ে দিও।
গাছের লাল গোলাপ টা দিয়ে আসব
শহীদদের স্মরণে শহীদ মিনারে।
নিজের প্রাণ দিয়ে রক্ত দিয়ে
দিয়ে গেছে সারা বাংলাকে,
মা তোমায় মা বলার বাংলা ভাষা,
ওদের রক্তের জন্য আজ,
মোদের মুখে বাংলা ভাষা।
একুশে ফেব্রুয়ারি শুধু দিবস করে নই
সারা বছর থাকো বাংলার হৃদয় জুড়ে।
তোদের প্রাণের ত্যাগে আজ বাংলা ভাষা,
সেই ভাষা দিয়ে ডাকি প্রাণ ভরে
তরুদের বুকে লেখা এই ফেব্রুয়ারি মাস
যুগে যুগে রয়ে যাবে এই পৃথিবীতে,
মৃত্যুকে তারা করে নি ভয়
জয় করেছে এক মহা ইতিহাস।