যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সহ একটি জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের সুপারস্টার ফুটবলারেরা ক্রিশ্চিয়ানো রোনালদো।
জি–৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডার ক্যালগেরি পৌঁছানোর সময় ট্রাম্পের হাতে এই জার্সি তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও კოსტা।
জার্সির ওপর লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর সেভেন।’
এ সময় ট্রাম্প রোনালদোর প্রশংসা করে তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দেন।