কাতারে ইসরায়েলের বিমান হা'ম'লা'য় হামাস নেতারা বেঁচে গেলেন

কাতারে ইসরায়েলের বিমান হা’ম’লা’য় হামাস নেতারা বেঁচে গেলেন

আন্তর্জাতিক

কাতারে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকায় অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

হামলায় নেতারা নিরাপদ থাকলেও তাদের অবস্থান করা হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্য ছিল হামাসের খলিল আল হায়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন নেতা। এ সময় তারা গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা করছিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই। তবে কাতার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী শিন বেতের সহযোগিতায় কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের হত্যা চেষ্টা করেছিল। হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। হোয়াইট হাউস এখনও এই হামলার বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।