জাকসু নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগে ছাত্রদল প্যানেলের সংবাদ সম্মেলন

জাকসু নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগে ছাত্রদল প্যানেলের সংবাদ সম্মেলন

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথিকক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।

লিখিত বক্তব্যে ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান বলেন, নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার ও ওএমআর মেশিন ব্যবহার করেছে। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের চাপের মুখে ভোট গণনার ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতি চালু করা হলেও একই প্রতিষ্ঠানের ব্যালট পেপার ব্যবহার নিয়ে শঙ্কা রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, ছাত্রশিবিরকে বিজয়ী করতে পরিকল্পিত কারচুপির নীলনকশা করা হয়েছে। কমিশনকে নতুন ব্যালট ব্যবহারের দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

ছাত্রদল প্যানেল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।