জুলাই গণঅভ্যুত্থান মা'ম'লা'য় শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থান মা’ম’লা’য় শেখ হাসিনা-আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাক্ষ্যগ্রহণ আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।

এদিন ৪৮তম সাক্ষী হিসেবে হাজির থাকবেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যাকে পরবর্তী পর্যায়ে জেরা করা হবে। এছাড়া শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তি নতুন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

গতকাল (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে জুনায়েদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। তবে জেরা সম্পূর্ণ না হওয়ায় বিষয়টি আজ পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ ও বীভৎস ঘটনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা শেখ হাসিনা, কামালসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনে।

এদিকে, একই দিনে আবু সাঈদ হত্যা মামলায় সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।