টেকনাফে বিজিবি-র‍্যাব যৌথ অভিযানে ৮০ জনকে উদ্ধার, ৪ মানবপাচারকারী আ'ট'ক

টেকনাফে বিজিবি-র‍্যাব যৌথ অভিযানে ৮০ জনকে উদ্ধার, ৪ মানবপাচারকারী আ’ট’ক

চট্টগ্রাম দেশ জুড়ে

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় অপহরণ ও মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে বিভিন্ন সময় অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশু উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চক্রের সদস্যরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ও পাথর নিক্ষেপ করে।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, “টেকনাফ সীমান্ত দিয়ে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়ে চলেছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়।”

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া এলাকায় একটি পাহাড়ি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলস্বরূপ নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন উদ্ধার এবং ৪ জন মানবপাচারকারী আটক করা হয়েছে।

অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনিশনও উদ্ধার করা হয়। অভিযানের বিস্তারিত বিষয়ে পরে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।