মাইকিং শুনে হারানো মেয়েকে খুঁজে পেলেন বাবা

দেশ জুড়ে নারী ও শিশু বাংলাদেশ ময়মনসিংহ

নেত্রকোনার মদনে প্রশাসনের মাইকিং শুনে হারানো মেয়েকে ফিরে পেয়েছেন বাবা। শনিবার বিকেলে মদন থানার ওসি শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করেছেন।

হারিয়ে যাওয়া শিশুটি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। এর আগে শনিবার সকালে মদন পৌরসভার মদন বাজার থেকে শিশুটিকে একা পথচারীরা পেয়ে থানায় হস্তান্তর করেন ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ ও মদন থানার ওসি ফেরদৌস আলম দুটি মাইকে প্রচারণা শুরু করেন।

বিকেলে শিশুটির বাবা মদন থানায় যোগাযোগ করে শিশুটিকে ফিরে পান।

শিশুটির বাবা বলেন, শনিবার সকালে মদন উপজেলার ঘাটুয়া গ্রাম থেকে নিজ বাড়ি কেন্দুয়া যাচ্ছিলাম। মদন পৌরসভার মদন বাজারে হঠাৎ আমার মেয়ে সামিয়া হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মাইকিং শুনে মদন থানায় যোগাযোগ করে আমার মেয়েকে ফিরে পেয়েছি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, পথচারীরা শিশুটিকে পেয়ে মদন থানায় দিয়ে যায়। ইউএনওকে অবগত করে মাইকিং শুরু করলে শিশুটির বাবা থানায় এসে তাকে নিয়ে যান।

ইউএনও বুলবুল আহমেদ বলেন, পথচারীরা শিশুটিকে মদন থানায় নিয়ে গেলে ওসি আমাকে অবগত করেন। পরে লোকজন দিয়ে মাইকিং শুরু করি। মাইকিং শুনে মদন থানায় গিয়ে শিশুটিকে ফিরে পেয়েছে তার বাবা।