হরভজন সিং রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্তে চমক প্রকাশ

হরভজন সিং রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্তে চমক প্রকাশ

খেলাধুলা

ভারতের সাবেক অফ-স্পিনার হরভজন সিং সম্প্রতি ওয়ানডে অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরানোর সিদ্ধান্তে চমক প্রকাশ করেছেন। হরভজনের মতে, চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর রোহিত অস্ট্রেলিয়ার সিরিজে দলের নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন।

শনিবার ভারতের নির্বাচকরা শুভমান গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছেন। নির্বাচকেরা এই পরিবর্তন এনেছেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে।

হরভজন বলেন, “শুভমান গিলকে অভিনন্দন। তিনি টেস্ট ক্রিকেটে ভালো নেতৃত্ব দেখাচ্ছেন এবং এখন ওয়ানডে দায়িত্বও পেয়েছেন। তবে রোহিতকে অন্তত অস্ট্রেলিয়া ট্যুর পর্যন্ত অধিনায়ক হিসেবে রাখা যেত। রোহিতের সাদা বলের ক্রিকেটে রেকর্ড অসাধারণ। তিনি ভারতের অন্যতম প্রধান স্তম্ভ।”

অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। হরভজন আরও বলেন, “রোহিত এখনও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। তার ব্যাটিং ধারাবাহিকতা অপ্রতিদ্বন্দ্বী। তিনি দলকে উপদেশ দেবেন এবং যে কোনো পরিস্থিতিতে নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন দীর্ঘদিনের সঙ্গী বিরাট কোহলি।”

রোহিত শর্মা ওয়ানডে অধিনায়ক হিসেবে ৫৬ ম্যাচে ৪২ জয় পেয়েছেন। তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজের জন্য শ্রেয়াস আইয়ারকে ভাইস-ক্যাপ্টেন করা হয়েছে। হরভজনের মতে, “শ্রেয়াস দলের জন্য বড় সহায়ক হবেন এবং শুভমান ও শ্রেয়াস মিলে নতুন নেতৃত্বে দলকে এগিয়ে নেবেন।”