সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও আরেকজন নি'হ'ত

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও আরেকজন নি’হ’ত

ঢাকা দুর্ঘটনা দেশ জুড়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে ও আরও একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা ও কাওয়াক মোড় এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে হান্নান খান মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ৩ বছরের মেয়ে হাফসা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হান্নানের স্ত্রী ও ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি পালিয়ে গেছে।

আরেকটি দুর্ঘটনা রাতে কাওয়াকমোড় এলাকায় ঘটে। রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নুরনবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ আটক করেছে, তবে চালক পলাতক।