বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বর্তমানে ব্যক্তিগত ও আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরেই তার বিবাহবিচ্ছেদের বিষয়টি সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সেলিনা জেটলি তার স্বামী পিটার হাগের সঙ্গে চলমান আইনি লড়াই সংক্রান্ত খবর প্রকাশের সময় গণমাধ্যমকে তার সন্তানদের ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি বলেন, “আমার স্বামীর সঙ্গে আইনি লড়াই চলছে। সেই খবর প্রকাশের সময় আমার সন্তানদের ছবি দয়া করে সামনে আনবেন না। ওদের অন্তত রেহাই দিন।”
সেলিনা এবং পিটার ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১২ সালে তাদের প্রথম যমজ সন্তান জন্ম নিলে, ২০১৭ সালে দ্বিতীয়বার যমজ সন্তান হয়। তবে দ্বিতীয় যমজদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে দম্পতির তিন সন্তান রয়েছে।
সেলিনা আরও জানিয়েছেন, এই কঠিন সময়ে একজন একাই নারী হিসেবে বিদেশে আইনি লড়াই চালাচ্ছেন। তিনি লিখেছেন, “একাকী এক নারী বিদেশে আইনি লড়াই লড়ছে! কারণ, তার নিজের বলতে কেউ নেই। মা-বাবা বা স্বামী, যিনি আজীবন আগলে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও নেই।”
