শাহিন আফ্রিদি ভারতের উদ্দেশে বললেন: ‘মাঠে জবাব দেওয়া হবে, কথায় নয়’

শাহিন আফ্রিদি ভারতের উদ্দেশে বললেন: ‘মাঠে জবাব দেওয়া হবে, কথায় নয়’

খেলাধুলা

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা, আবেগ এবং অতীতের স্মৃতি। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি মাঠের বাইরের বিতর্ককে এড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন—“জবাব আসবে শুধুমাত্র ব্যাট-বলের লড়াইয়ে।”

লাহোরে এক মিডিয়া আলাপে শাহিন আফ্রিদি জানিয়েছেন, ২০২৫ এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় সীমান্তের ওপার থেকে খেলোয়াড়সুলভ আচরণের চেতনা লঙ্ঘন হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান দলের সঙ্গে ট্রফি গ্রহণ ও হাত মেলাতে অস্বীকৃতি জানায়। শাহিন বলেন, “আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা সেটাতেই মনোযোগ রাখব এবং মাঠে জবাব দেব।”

বিশ্বকাপের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হবে। এই মন্তব্য স্বাভাবিকভাবেই উত্তাপ আরও বাড়িয়েছে।

এদিকে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ রাখা উচিত। ট্রফি গ্রহণে অংশ না নেওয়া অনুপ্রেরণাদায়ক নয়।”

উল্লেখ্য, শুধুমাত্র এশিয়া কাপ নয়, নারী বিশ্বকাপ, হংকং সুপার সিক্সেস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসেও ভারত-পাকিস্তান ম্যাচে ক্রীড়াসুলভ সৌজন্য নিয়ে প্রশ্ন উঠেছে।

শাহিন আফ্রিদির অবস্থান পরিষ্কার—“কথা নয়, ক্রিকেটই হবে উত্তর।” বিশ্বকাপের মঞ্চে এই উত্তরের তীব্রতা ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষার বিষয় হয়ে থাকবে।