বাংলাদেশের খেলার ক্ষীণ আশা শেষ হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বদলি করে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। আইসিসির এই ঘোষণার সময় মিরপুরে অনুষ্ঠিত হচ্ছিল বিসিবি পরিচালনা পর্ষদের সভা। সংবাদ প্রকাশের সময় বোর্ডের ডিরেক্টর ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, বাংলাদেশ আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে এবং কোনো আইনি আরবিট্রেশনে যাবে না।
আমজাদ হোসেন বলেন, “আইসিসি জানিয়েছে, আমরা শ্রীলঙ্কায় খেলার জন্য অনুমোদিত নই বা আমাদের খেলা অন্য দেশে সরানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা ভারতে গিয়ে খেলতে পারব না। আমাদের অবস্থান স্পষ্ট এবং সেটিই অনুসরণ করা হবে।”
এর আগে নিরাপত্তা সংক্রান্ত কারণে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি গত বৃহস্পতিবার জানিয়েছেন,
“নিরাপত্তার ঝুঁকি নিয়ে আমরা কোনো দেশে বিশ্বকাপ খেলতে যেতে পারব না। এটি সরকারের পক্ষ থেকে নেয়া সিদ্ধান্ত।”
আইসিসির এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহণের আশা পুরোপুরি শেষ হয়ে গেছে এবং স্থানের পরিবর্তন হিসেবে স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে।
