নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক, কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এক্স (সাবেক টুইটার)-এ আইসিসির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন,
“বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসঙ্গতি দেখে আমি হতাশ। ২০২৫ সালে পাকিস্তানে ভারতের নিরাপত্তা উদ্বেগ মেনে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একই নীতি মানা হয়নি।”
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আইসিসির বোর্ড মিটিংয়ে আমি এই বিষয় উল্লেখ করেছি। দ্বৈত নীতি গ্রহণ করা যায় না, যেখানে এক দেশের ক্ষেত্রে সুবিধা আর অন্য দেশের ক্ষেত্রে বিপরীত আচরণ করা হয়।”
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তাছাড়া, টুর্নামেন্টের সময়সূচি এত কাছাকাছি হওয়ায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে আইসিসি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।
