৩টি টেস্ট করা হয়, রিপোর্ট পেয়েই যা জানালেন তাসকিন

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদ বাংলাদেশের এক অনবদ্য টাইগার ক্রিকেটারের নাম। নিজের নামের সুবিচার করতে কখনও অবহেলা করেন না। উইকেট শিকার যেন তার চরম নেশা। আইপিএলে সুযোগ পেয়েও দেশের টানে খেলতে যান নি।

এদিকে বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আছেন, তবে সুখবর হলো তার চিকিৎসার জন্য কোনো অস্ত্রোপচার লাগছে। অর্থাৎ তার কাঁধে অস্ত্রোপচার প্রয়োজন পড়ছে না।

বুধবার (১১ মে) এমআরআইসহ তাসকিনের ৩টি টেস্ট করা হয়। রিপোর্ট পেয়েই তাসকিন জানান, হালকা সমস্যা থাকলেও অস্ত্রোপচার লাগছে না।

তাসকিন বলেন, ‘ট্যান্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে।’

তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার কবে মাঠে নামতে পারবেন তা এখনো নিশ্চিত করে জানান নি তাসকিন। এদিকে কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছিলেন তাসকিন।