রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪১ জন পলাতক আসামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলাগুলো হলো: মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলা – ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হোসেন। মামলার অভিযোগপত্রে ৬৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে ৩৪ জনের মধ্যে ২০ জন পলাতক। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিএনজি অটোরিকশাচালক সবুজ হত্যা মামলা – ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ২২ বছর বয়সী সবুজ। মামলায় ৯৮ জনকে নাম উল্লেখ করে, অজ্ঞাত ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছিল। অভিযোগপত্রে ৩০ জনের মধ্যে ২১ জন পলাতক।
পরোয়ানা প্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা, এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর নামও রয়েছে। তবে কিছু আসামি বর্তমানে কারাগারে আছেন, আর কিছু জামিনে রয়েছেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
