বরগুনায় চার মা’মলার আ’সামি মুসা বন্ড গ্রে’ফ’তার

আইন-আদালত জাতীয়

বরগুনায় অ’স্ত্র ও ‘মাদকসহ চার মা’মলার আ’সামি মুসা বন্ডকে গ্রে’ফ’তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রে’ফতা’র করা হয়। মুসা বন্ড বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোড এলাকার কামাল খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা মাছ বাজার এলাকা থেকে মুসাকে গ্রে’ফ’তার করা হয়। অ’স্ত্র ও মা’দকসহ চারটি ‘মা’মলার ওয়ারেন্টভুক্ত আ’সামি ছিলেন তিনি। শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মুসাকে গ্রে’ফতা’র করি। আগামীকাল (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মুসার বিরুদ্ধে কয়েকটি মা’দক ও অ’স্ত্র মা’মলা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার ৫ নম্বর আ’সামি ছিলেন মো. মুসা ওরফে মুসা বন্ড। হ’ত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত হ’ত্যা’র প্রাপ্তবয়স্ক আসা’মিদের রায়ে মুসা বন্ড নির্দোষ প্রমাণিত হলে তাকে খালাস দেন আদালত।