মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে উদ্বোধন হলো কোভিড-১৯ চিকিৎসার জন্য ১০ শয্যার আইসিইউ ওয়ার্ড। জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ২ মে রবিবার দুপুরে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ বেড বিশিষ্ট এ ওয়ার্ডের উদ্বোধন করা হয়। এতোদিন টাঙ্গাইলবাসী এই আইসিইউ সেবা থেকে বঞ্চিত ছিলেন। প্রায় ৪০ লাখ মানুষের প্রাণের দাবির প্রেক্ষিতে অবশেষে এই আইসিইউ ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। করোনা রোগীদের মধ্যে মুমূর্ষু অবস্থায় থাকা ব্যক্তিরা এই আইসিইউ সেবা পাবেন। ওয়ার্ডটি উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (এমপি)। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ নুরুল আমিন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।