জুমার খুতবা দেয়ার সময় মসজিদ আল হা;রামের ইমামমের ওপ;র হাম;লা চেষ্টা করে এক ব্যক্তি। তবে হাম;লার আগেই তাকে আট;ক করে সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকা;শ পাওয়া এক;টি ভিডিও ক্লিপে দেখা যায়, আটক ব্য;ক্তি মসজিদের ইমামের খুব কাছে অব;স্থান করে হাম;লা;র প্রস্তুতি নিচ্ছল। তখন ইমাম শেখ বান্দার বালিলাহ খুতবা দিচ্ছিলেন। ওই সময়
নিরাপত্তাকর্মীরা টের পেয়ে তাকে সঙ্গে সঙ্গেই আ;টক করে। হাম;লা;কা;রীর পরিচয় প্রকাশ করা হয়নি। কি কারণে হা;মলা করেছে তাও জানানো হয়নি।
পরে এক টুইট বার্তায় মসজিদ কর্তৃপক্ষ জানায়, হাম;লা;র সময় ওই ব্যক্তি;র সঙ্গে অ;স্ত্র ছি;ল। যদিও কী ধরনের অ;স্ত্র তি;নি বহন কর;ছিলেন তা জানায়নি কর্তৃ;পক্ষ। যদিও ভিডি;ওফুটেজে ;দেখা গেছে হাম;লাকা;রী ছু;রি ও লা;ঠি ব;হন করছিল।
গ্র্যান্ড মস;জিদে এটি প্রথ;ম হা;মলা চেষ্টা নয়। এর আগে আরও ক;য়েকবার ;হা;মলা চেষ্টা করা হয়ে;ছিল পবিত্র স্থানটিতে।