রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সখীপুর (টাঙ্গাইল) বন্ধুসভা। সখীপুর প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধুসভা সখীপুরের যৌথ উদ্যোগে ২০ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ সহ প্রেসক্লাবের অন্যান্য নেতা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সখীপুর বন্ধুসভার সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি মেহেদী হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপসাংগঠনিক সম্পাদক সুলতান খান এবং বন্ধুসভার অন্য সদস্যরা।