আমার দল এখনও ইসরায়েলকেই সমর্থন করে, কোনো পরিবর্তন হবে না: বাইডেন

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেন বলেছেন, ‘আমার দল এখনও ইসরায়েলকেই সমর্থন করে। ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হয়নি, আদৌ কোনো পরিবর্তন হবে না। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই আমার একমাত্র উত্তর।’

শুক্রবার (২১ মে) হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন’র সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্টে বাইডেন এই মন্তব্য করেন। খবর সিবিএস নিউজ

সাম্প্রতিককালে ইসরায়েলকে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের চলমান সংঘাতের মধ্যে এই চুক্তি নিয়ে তার দল ডেমোক্রেটিক পার্টি ইসরাইলের প্রতি তাদের প্রতিশ্রুতির

পরিবর্তন আনতে চেষ্টা করতে পারে কি না এমন প্রশ্নের জবাবে বাইডেন জানান, যেকোন সময়ের চেয়ে ইসরায়েলের প্রতি তার দলের সমর্থন বর্তমানে অনেক শক্তিশালী।

তিনি আরো বলেন, ইসরায়েলকে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত ঐ অঞ্চলে শান্তি আসবে না।

গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার আগে আমি প্রেসিডেন্ট আব্বাসের সাথে কথা বলেছি এবং জানিয়েছি যে, আমরা পশ্চিমতীরের নিরাপত্তা এবং সেখানকার মানুষের প্রতি আমার অর্থনৈতিক প্রতিশ্রুতি নিয়ে কাজ করবো।’

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে বিপর্যয় নেমে এসেছে গাজা উপত্যকায়। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা এলাকা। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের কর্মকাণ্ডের কোন নিন্দা জানায়নি।

প্রসঙ্গত, টানা ১১ দিনের হামলার পর অবশেষে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে হামাস ও ইসরায়েল। শুক্রবার রাত ২টা থেকে এ যুদ্ধ বিরতি কার্যকর শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মিসরের মধ্যস্থতায় যু’দ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।