টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অ’ভি’যানে তিন মা’দ’ক ব্য’বসা’য়ী’কে গ্রে’ফতা’র করেছে র্যা’ব। শনিবার (৫ জুন) সকালে উপজেলার গোড়াই রাকের টেকি গ্রাম আর গায়রা বেতিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রে’ফতার করা হয়। গ্রে’ফ’তা’ররা হলেন, একই গ্রামের তোতা খানের স্ত্রী শাহানাজ বেগম শাহানা (৪৫),
সখীপুরের নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১) ও একই গ্রামের মৃ’ত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (২২)। অভিযান চলাকালে মির্জাপুরের গোড়াই রাকের টেকি গ্রামের তোতা খানের স্ত্রী শাহানাজ বেগমের কাছ থেকে দুই লাখ টাকা আনুমানিক মূল্যের ২০ গ্রাম হে’রোই”ন
ও ন’গদ এক লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জ’ব্দ করা হয়। অপরদিকে উপজেলার গায়রা বেতিল গ্রামে অভিযান চালিয়ে সখীপুরের ত’ক্তারচালা গ্রামের মা’দ’ক ব্যবসায়ী অজয় সরকার ও শামীম মিয়াকে ৩০ লিটার দেশীয় চো’লাই ম’দ, দুটি মোবাইল ফোন ও
চারটি সিম কার্ডসহ হাতে’নাতে গ্রে’ফ’তার করা হয়। র্যা’বের’ কোম্পা’নি ক’মান্ডা’র স্কো’য়া’ড্রন লিডা’র মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে এ মা’দক ব্যবসা’য়ীরা হে’রো’ইন ও দেশীয় চো’লাই ম’দ অ’বৈ’ধভা’বে সং’গ্রহ করে মির্জা’পুরসহ অন্যান্য এলাকায় বি’ক্রি করে আসছিলেন।
শনিবার সকালে অভি’যান চালিয়ে তাদের গ্রে’ফতা’র করাসহ মা’দকদ্র”ব্য ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের বি’রুদ্ধে মির্জাপুর থানা’য় দুইটি মা’ম’লা করা হয়েছে বলেও জানান তিনি।