টাঙ্গাইল জেনারেল হাস’পাতালে করোনা রুগীদের জন্য আরো ৫৬টি বেড বাড়ানো হয়েছে..

দেশ জুড়ে

টাঙ্গাইল জেনারেল হা’সপাতালে করোনা রুগীদের জন্য ৫৬ বেড বাড়ানো হয়েছে টাঙ্গাইল জেনারেল হা’সপাতালের তত্ববধায়ক ডা. সাজেদুর রহমান জানান, করোনায় আক্রান্ত রো’গী ও উপসর্গ নিয়ে হা’পাতালে ভর্তি রো’গীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ৫০ শয্যার করোনা ইউনিটে বেড সংকুলান না

 

 

হওয়ায় হাস’পাতালের গাইনী ওয়ার্ডে ২৪ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ৩২ বেড মোট ৫৬ বেড বাড়ানো হয়েছে। এ নিয়ে বর্তমানে করোনা রো’গীর চিকিৎসার জন্য হাস’পাতালে ১০৬ বেড প্রস্তুত করা হয়েছে।

 

তিনি আরো জানান, টাঙ্গাইল জেনারেল হা’সপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৫১৭ জন রো’গী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৯ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে ৭৪ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাস’পাতালে আইসিইউ বেডে ৫ জন ও জেনারেল বেডে ৩৮জন নিয়ে মোট ৪৩ জন রুগী চিকিৎসাধীন রয়েছে।

 

 

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১২১জন। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫০, কালিহাতীতে ১৪, ঘাটাইলে ১২, মির্জাপুরে ১০, নাগরপুরে ২, দেলদুয়ারে ১১, সখীপুরে ৫, বাসাইলে ৫, মধুপুরে ৩, ভূঞাপুরে ৩, গোপালপুরে ৩ ও ধনবাড়ী উপজেলায় ৩ জন।