২৮ বছরের শিরোপা খরা কাটাতে আর্জেন্টিনার হাতে রয়েছে আর মাত্র দুই ধাপ। প্রথমটি সেমিফাইনাল, পরে ফাইনাল। আপাতত কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া। আলবেলিস্তেদের জন্য গুরুত্বপূর্ণ এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি দেখা যাবে সনি টেন ২ ও সনি সিক্স চ্যানেলে।
এবারের কোপা আমেরিকায় বেশিরভাগ ম্যাচেই আগের দিন একাদশ ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে এ নিয়ে একটু ভাবতে হচ্ছে আর্জেন্টিনা কোচকে।
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ান রোমেরো। অল্প কয়েকদিনেই আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন এই ডিফেন্ডার। দুর্দান্ত পারফরম্যান্সে স্কালোনির প্রিয় হয়ে উঠছিলেন। কিন্তু ইনজুরির কারণে কোপা আমেরিকায় নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না আতলান্তা ক্লাবের হয়ে খেলা এই ফুটবলার। সেমিফাইনালে তাকে নিয়ে আছে সংশয়।
আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচেও খেলা হচ্ছে না রোমেরোর। এবার সেটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস ওটামেন্ডির সঙ্গে রক্ষণে এবারও দেখা যাবে পেজ্জেল্লাকে।
ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমকে আর্জেন্টাইন কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ান রোমেরোকে বাইরেই থাকতে হবে একাদশে। তার জন্য কলম্বিয়ার বিপক্ষে খেলা কঠিন। নিশ্চিতভাবেই পেজ্জেলা একাদশে থাকছে।’
আর্জেন্টিনার একাদশে আরও একটি জায়গায় পরিবর্তন আসতে পারে। আকুনার জায়গায় খেলতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। আগের ম্যাচে দারুণ পারফর্ম করা ডি মারিয়া এই ম্যাচেও খেলবেন বদলি ফুটবলার হিসেবেই।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, হেরমান পেজ্জেল্লা, নিকোলাস অটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস।