টাঙ্গাইলের একজন জনপ্রিয় ইউটিউবার মির্জা অনিক

গণমাধ্যম বাংলাদেশ বিনোদন বিশেষ প্রতিবেদন

মির্জা অনিক পেশায় একজন তরুণ ইউটিউবার । টাঙ্গাইল এর জনপ্রিয় ইউটিউবার মধ্যে তিনি একজন । তিনি জন্মগ্রহণ করেন ২৯ ডিসেম্বর ১৯৯৭ । তিনি সৃস্টি শিক্ষা পরিবার থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ঢাকা Ideal College, Dhanmondi থেকে HSC পাশ করেন বর্তমানে তিনি EEE(Electrical and Electronics Engineering) at United International University তে অধ্যয়নরত আছেন ।

 

 

 

 

মির্জা অনিক ইউটিউবে তার সফলতা পায় তার “ THUNDER VLOG ” নামক চ্যানেল থেকে। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৪০.৩ হাজার জন। তিনি মূলত পপুলারিটি পায় তার ভ্লগ এর কারনে। ২২ জুন ২০১৭ তারিখে তার ইউটিউব খোলা হয় মির্জা অনিক ভ্লগ শুরু করে THUNDER VLOG এই ইউটিউব এর মাধ্যমে এবং তার চ্যানেল এ অসংখ্য  ভিডিও থাকলেও তিনি ব্লগ শুরু করেন ডিসেম্বর ২ তারিখ ২০১৭ সালে এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

 

 

 

 

গত ৪ বছরে তিনি বিভিন্ন জায়গায় বাইক ট্যুরে গিয়েছেন এবং বিভিন্ন জায়গার প্রদর্শন করেন ।  বাংলাদেশ এর সকল প্রান্ত বাইক নিয়ে ঘুরে বেড়িয়েছেন তরুণ এই ইউটিউবার । তিনি তার youttube ক্যারিয়ার এ এখন পর্যন্ত ১৩৭ টি ভিডিও আপলোড করেন যার সর্বমোট ভিউ ২৬৯০২১৯ । socialblade এর ভাষ্যমতে তার বর্তমান ইউটিউব ইনকাম প্রতি মাসে 100 থেকে $167 ডলার। তার তৈরি ভিডিও এর মোট ভিউ হিসেব করলে ২৬৯০২১৯ ভিউ ক্রস করে। তার তৈরি ভিডিও গুলো সাধারণত ভ্লগ, শর্টফিল্ম ঘরানার হয়।

 

“ THUNDER VLOG ” চ্যানেল এর বর্তমান পরিস্থিতি-

৪০.৩ হাজার জন সাবস্ক্রাইবার

চ্যানেল ক্রিয়েশন ২২ জুন ২০১৭

 

 

 

 

 

<