আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি সিংহ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি। ৬ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা : ৬, ১৫, ২৪। আপনার শুভ বর্ণ : সাদা ও কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও শুক্র। শুভ রাত : হীরা ও রুবী। আজকের দিনের শুভ রং : আজ সাদা ও কমলা রংয়ের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময় : জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: ভোর: ৫:৪১-৭:২১, ৮:১৪-১০:৫৩, দুপর: ১:৩২-৩:১৯, বিকাল: ৫:০৫-৬:৪২, রাত: ৮:১৭-৯:৪৩ ১১:০৮-১১:৫১।
আজকের দিনে বর্জনিয় খাদ্য : আজ অপরাহ্ন: ৬:০৭ পর্যন্ত বেগুন পরে মাষকলাইর ডাল খাওয়া নিষেধ।
চন্দ্রাবস্থান : আজ চন্দ্র মিথুন রাশিতে, রাত ২:৩৯ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। আজ অপরাহ্ন: ৬:০৭ পর্যন্ত ১৩শী পরে ১৪শী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : ছোট ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় চলতে থাকা বাধ দূর হয়ে যাবে। বিদেশ থেকে আসবে ভালো সংবাদ। অনলাইন ব্যবসায় আশানুরুপ অর্ডার পেতে পারেন। অনলাইনের কেনাকাটায় বিশেষ কোনো ডিসকাউন্ট পেতে পারেন। প্রতিবেশীর সাহায্য লাভের আশা। করোনা প্রতিরোধে সকলকে এক যোগে কাজ করতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : আজ চলতে থাকা আর্থিক অনটনের অবশান আশা করতে পারেন। ধার দেওয়া কিছু টাকা ফেরত আসতে পারে। আর্থিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য লাভের আশা। খাদ্য পাণিয় ও ঔষধ পত্র ক্রয় করতে হবে। পারিবারিক অনুষ্টানে অংশ নেওয়ার প্রয়োজন হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। সামাজিক ও পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাহায্যে এগিয়ে যেতে হবে। করোনায় অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। সংসার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক সঙ্কটে পরিবার পরিজনকে গ্রামের বাড়ি রাখার সিদ্ধান্ত নিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : দূরের যাত্রা করতে হবে। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে পরিবহন ব্যয় বৃদ্ধির কারনে লাভের অংশ কমে যাবে। প্রবাসী বন্ধুর সাহায্য লাভে আশা। আইনগত জটিলতা বা গ্রেফতার এড়িয়ে চলুন। আর্থিক ক্ষেত্রে দিনটি ব্যয় বহুল থাকবে। বকেয়া কিছু পাওনা পরিশোধে অর্থ ব্যয় হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট) : আজ বড় ভাই বোনের সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু অগ্রগতির আশা। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। বকেয়া কিছু বিল আদায়ে সফল হতে পারবেন। চাকরীজীবীদের বাড়তি আয়ের চেষ্টায় আশার আলো দেখা যাবে। পণ্য কেনাকাটায় অর্থ বিনিয়োগে পরবর্তিতে লাভের আশা।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) : প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির আশা। সামাজিক কাজে যুুক্ত হতে হবে। পদস্ত কর্মকর্তার সাহায্য সহযোগিতা লাভের যোগ প্রবল। আর্থিক ক্ষেত্রে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। কর্ম সংক্রান্ত তদবিরে প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : ধর্মীয় ও আধ্যাত্মীক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের সম্ভাবনা। বিদেশে উচ্চ শিক্ষার প্রচেষ্টা সফল হতে চলেছে। পারিবারিক জীবনে পিতার সাথে ভুল বুঝাবুঝির আশঙ্কা প্রবল। বৈদেশিক কোনো প্রতিষ্ঠানে কর্ম লাভের পরীক্ষায় সফল হতে পারবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : আর্থিক টানাপোড়নে ভোগান্তি চলমান। দৈনন্দিন প্রয়োজনে কিছু টাকা ঋণ করার প্রয়োজন হবে। রাস্তাঘাটে হতে হবে সাবধান। কোনো আত্মীয় বা বন্ধুর করোনা সংক্রামনের সংবাদ পেতে পারেন। পাওনাদারের তাগাদায় হতে হবে অস্থির। ঝুঁকিপূর্ণ যাত্রা বা কাজে আপনার পন্ডশ্রম হতে পারে। রাস্তাঘাটে প্রশাসনিক ব্যক্তিদের দ্বারা জরিমানার শিকার হতে হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। দুরে কোথাও যাত্রা করতে পারেন। অবিবাহিতদের তড়িঘড়ি করে বিয়ের যোগ। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। জীবন সাথীর শারীরিক ও মানসিক উন্নতিতে আপনার পাশে দাড়ানোটা খুবই প্রয়োজন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : দিনের শুরুতেই মানসিক অস্থিরতা দেখা দেবে। বয়স্কদের শারীরিক অবস্থা ভালো যাবে না। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা। কাজের লোক বা কর্মচারীদের সাহায্য পাবেন। অপরাধবোধ আর অনুশোচনায় মন ভারাক্রান্ত হতে পারে। ব্যবসায়ীক দুঃশ্চিন্তা আপনার মনের শান্তি হরণ করতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : সন্তানের শারীরিক অবস্থার উন্নতি হবে। সৃজনশীল কাজ কর্মে চলতে থাকা বাধা কিছুটা কাঁটতে শুরু করবে। অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ আসতে চলেছে। প্রেম ভালোবাসা ও ভাবাবেগের ক্ষেত্রে ভুল করার প্রবণতা। বুঝে শুনেই ভালোবাসা দান করতে হবে, অপাত্রে দানে সারাজীবন কাঁদতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : পারিবারিক জীবনে আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে দেবে। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো আলোচনায় হবে অগ্রগতি। মাতৃকূলের সম্পত্তি লাভের আশা। আর্থিক প্রয়োজনে আত্মীয়র আনুকূল্য লাভের আশা। যানবাহন ক্রয় বিক্রয় থেকে অর্থ লাভের যোগ।