ভারতের ৪ উইকেট পড়ার পরই বৃষ্টিতে খেলা বন্ধ

খেলাধুলা

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ভারতের পেসারদের সামনে খেই হারিয়ে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। পেসারদের তোপে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। জো রুট যদি ৬৪ রান না করতো তাহলে তো আরও কঠিন অবস্থা হতো। প্রথম দিন শেষ বিকেলে ২১ রান করেছে ভারত। কোনো উইকেট হারায়নি।

দ্বিতীয় দিন শুরু করার পর দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা মিলে বেশ দৃঢ়তারই পরিচয় দেন। ৯৭ রানের জুটি গড়েই তারা বিচ্ছিন্ন হন। ৩৬ রান করে আউট হন রোহিত শর্মা।

কিন্তু লোকেশ রাহুল অপরাজিত থেকে যান। তবে ভারতীয় ইনিংসের অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের শুধু আসা-যাওয়া দেখছিলেন তিনি। চেতেশ্বর পুজারা ব্যাট করতে নেমে ১৬ বলে খেলেন ৪ রানের ইনিংস।

বিরাট কোহলি তো মাঠে নামলেন শুধু। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন তিনি। আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ফিরে যান ৫ রান করে রান আউট হয়ে।

বৃষ্টি আসার আগে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ৫৭ রানে। রিশাভ পান্ত অপরাজিত ছিলেন ৭ রানে। ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১২৫। এখনও ৫৮ রান পিছিয়ে রয়েছে ভারতীয়রা। অ্যান্ডারসন নেন ২ উইকেট। ১টি নেন ওলি রবিনসন।