অবশেষে মাদকের মামলায় গ্রেপ্তার পরীমনি

পরীমনির নাটকীয় উত্থান! অবশেষে মাদকের মামলায় গ্রেপ্তার

আইন-আদালত বিনোদন

‘ভালোবাসা সীমাহীন’ ও ‘রানা প্লাজা’র শুটিং শেষ হওয়ার আগেই ২০১৪ সালে পরীমনিকে নিজেদের সিনেমায় পেতে হুমড়ি খেয়ে পড়তে থাকেন প্রযোজক-পরিচালকরা।

 

পরিচালক নজরুল ইসলাম খানের ভাষ্যে, পরিচালক-প্রযোজকদের ভিড়ে তিনি সিনেমার শুটিং করতে পারতেন না। গল্প, চিত্রনাট্য না পড়েই একের পর একটা সিনেমায় সাইন করেছেন পরীমনি। সিনেমার সংখ্যা আনুমানিক ২২টির মতো হবে।

 

“ওকে নিয়ে হিড়িক পড়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। আমি বলেছিলাম, বুঝেশুনে সিনেমায় সাইন করো। অনেক ছবি শুটিংই শুরু না হওয়ার সম্ভাবনা আছে। ভালো পরিচালক, চিত্রনাট্য দেখে সিনেমা না করলে ক্যারিয়ারের বারোটা বাজবে। কিন্তু সে কোনো কথা শোনেনি।”

 

 

সেই সিনেমাগুলোর মধ্যে ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ ও এস এ হক অলিকের ‘আরো ভালোবাসব তোমায়’সহ কয়েকটি ছবি ছাড়া বেশিরভাগই আলোর মুখ দেখেনি।

পর্দায় না থাকলেও বরাবরই গণমাধ্যমের চর্চায় ছিলেন পরীমনি। ফলে সিনেমা রিলিজের আগেই থেকেই তারকাখ্যাতি পাওয়ার বিরল সুযোগ হয়েছে তার।

 

পরিচালক নজরুল বলছেন, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে কোনো সিনেমার মুক্তির আগেই এতগুলো সিনেমায় সাইন করার রেকর্ড আর নেই। এর আগে চিত্রনায়িকা মৌসুমী তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির আগেই সাতটি সিনেমায় সাইন করেছিলেন।

 

 

সালমান শাহ-মৌসুমী জুটিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করেন পরিচালক সোহানুর রহমান সোহান।

পরীমনির নাটকীয় উত্থানের নেপথ্যে প্রযোজক রাজের ভূমিকার পাশাপাশি সেই সময়ের চলচ্চিত্র রাজনীতি ও পরীমনির ‘গ্লামারেরও’ ভূমিকার কথা বলছেন পরিচালকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, “তখন শাকিব খান-অপু বিশ্বাস জুটি ছিলেন। জুটির বাইরে তাদের কাজ খুব একটা দেখা যেত না। ইন্ডাস্ট্রিতে তখন নতুন একজন নায়িকার দরকার ছিল। সেটি মাথায় রেখেও অনেকে পরীমনিকে কাস্টিংয়ের ভাবনায় রেখেছিলেন।”

 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলছেন পরীমনির গ্লামারের কথা।
তবে সিনেমা মুক্তির আগেই হঠাৎ তারকাখ্যাতি পাওয়ার পর তার অপেশাদার আচরণের কারণে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বলে জানান পরিচালক নজরুল।

 

পরবর্তীতে ‘রক্ত’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, স্ফূলিঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন পরীমনি; হয়ে উঠেছেন হালের শীর্ষ নায়িকা।

 

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।

প্রথম দফায় রাজধানীর উত্তরায় শুটিংর পর ১০ অগাস্ট থেকে চট্টগ্রামে শুটিং করার আগে প্রীতিলতা রূপে পরীমনির কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে।

‘প্রীতিলতা’ প্রযোজনা করছে ইউফোরসি লিমিটেড। ছবির সঙ্গে যুক্ত আছে প্রীতিলতা ট্রাস্ট। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পোশাক পরিকল্পনায় আছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। এ চলচ্চিত্রের গানে কণ্ঠ তুলেছেন পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমন।

 

ধর্ষণচেষ্টার অভিযোগ তোলার পর গত ১৩ জুন সংবাদ সম্মেলনে এসে নিজের উপর হওয়া নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চিত্রনায়িকা পরীমনি।

 

ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজধানীর ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ফেইসবুক পোস্ট করার নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরীমনি। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গত ১৪ জুন নাসির ও অমিসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।
সেই মামলায় ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা এখন জামিনে রয়েছেন।

এই ঘটনার পর আরেকটি ক্লাবে পরীমনির ভাংচুর চালানোর অভিযোগও আসে।

 

মাদকের মামলায় গ্রেপ্তার

সেই ঘটনার দুই মাসের ব্যবধানে বুধবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেছে র‌্যাব। পরে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। সেই মামলায় তাকে আদালতে নেওয়ার পর পরীমনিকে চার দিন রিমান্ডের আদেশ দেন আদালত।