অবশেষে শিথিল করা হলো মালয়েশিয়ার কঠোর লকডাউন

অবশেষে শিথিল করা হলো মালয়েশিয়ার কঠোর লকডাউন

প্রবাস

ক’রো’না ম’হামা’রী পরি’স্থিতি নিয়’ন্ত্রনে গত পহেলা জুন থেকে দেশব্যাপী ক’ঠোর ল’কডা’উনের বিধিনি’ষেধ কিছুটা শি’থিল করেছে সরকার। তবে ল’কডা’উনের সব বিধিনি’ষেধ এখনো শি’থিল করা হয়নি। যারা ইতিমধ্যে ডাব’ল ডো’জ ভ্যা’কসি’ন গ্রহন করেছেন তারা রেস্টুরেন্টে বসে খাবার গ্রহন করতে পারবেন। এতদিন রেস্তোরাঁয় বসে সরাসরি খাবার গ্রহন নি’ষি’দ্ধ ছিল।

 

 

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকেলে দেশটির বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন স্থানীয় গণমাধ্যম কে দেওয়া এক বিবৃ’তিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন থেকে স্বা’স্থ্য বিধি মেনে রা’ত্রিকালীন বাজার ( পাসার মালাম) ও সাপ্তাহিক বাজার ( পাসার মিঙ্গু)

 

খোলার অনুমতি দেওয়া হয়েছে। কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এর কারণে স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রোড ব্লক দেওয়া আছে। এসব রোড ব্লক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়’ন্ত্রণ করছে।

 

এসব রোড ব্লকে চেক করার জন্য থামালে ভ্যা’কসি’ন এর ২ ডো’জ গ্রহনের ডিজিটাল সার্টিফিকেট দেখালেই চলবে। মহিউদ্দিন ইয়াসিন আরো বলেন, আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে। প্রাথমিক ভাবে উপরোক্ত কয়েকটি বিধিনিষেধ শিথিল করা হল এবিষয়ে বিস্তারিত আরো জানানো হবে। তবে যারা ডাবল ডো’জ টি’কা গ্রহন করেছেন শুধুমাত্র তাদের জন্য জন্য রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এবং পাসার মালাম খোলা হয়েছে।

 

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আ’ক্রা’ন্ত ২২,৯৪৮ যা অতীতের সব রেক’র্ড ছাড়িয়ে গেছে। ২৪ ঘন্টায় মৃ’ত্যু হয়েছে ১৭৪ জনের। প্রথমদিকে বাংলাদেশী প্রবাসীরা ক’রো’না আ’ক্রা’ন্তের খবর না পাওয়া গেলেও ইদানিং আ’ক্রা’ন্ত ভ’য়াবহ আকার ধারণ করেছে এবং মৃ’ত্যু হয়েছে শতাধিক প্রবাসী বাংলাদেশির।