বনানীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিল বিমান বাহিনী

দেশ জুড়ে বাংলাদেশ

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা চাওয়া হয় বিমান বাহিনীর কাছে।

ফায়ার সার্ভিস সদরদফতর সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে না আসায় বিমান বাহিনীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তারা ইতোমধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

 

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির তিন তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে।

 

ওই গোডাউনে খেলাধুলার ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বানানো হতো। এগুলো মূলত মেটাল দিয়ে তৈরি করা হতো। আর এসব মেটালে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে। যার কারণে ভয়াবহ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া আশপাশেও ছড়িয়ে পড়েছে।

 

বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনাস্থল থেকে জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণের সহযোগিতা করছে। ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির করখানা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।সূত্রঃবিডি২৪লাইভ