রেক্সিনের তৈরি সিট কভারে ১৫ কেজি গাঁ’জা

জাতীয় বাংলাদেশ

ময়মনসিংহ ১৫ কেজি গাঁ’জাসহ তিন মাদ’ক ব্যবসায়ীকে গ্রেফ’তার করেছে ডিবি পুলি’শ। এ সময় গাঁ’জা বহনকারী ট্রাক জব্দ করা হয়। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ গোলাম মওলার স মিলের সামনে থেকে তাদের গ্রেফ’তার করে পুলি’শ।

 

 

গ্রেফ’তার ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের মা’দবপুর উপজেলার মৃত আব্দুর খালেকের ছেলে মো. বিল্লাল হোসেন (৪২), সুনামগঞ্জ সদর উপজেলার আঞ্জব আলীর ছেলে মো. জহুর আলম (৩২) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৃত সাফি মিয়ার ছেলে মো. নবী হোসেন (৪০)।

 

জেলা গোয়েন্দা পুলি’শের ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদ ছিল তিন গাঁ’জা ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁ’জা সরবরাহ করার জন্য ময়মনসিংহে নিয়ে আসছেন। সংবাদ পেয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ গোলাম মওলার স মিলের সামনে একটি ট্রাক থামানো হয়।

 

পরে ট্রাক তল্লাশি করে একটি লাল ও গোলাপি প্রিন্টের রেক্সিনে তৈরি সিট কভারের ভিতর থেকে ১৫ কেজি গাঁ’জা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আট’ক করা। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফ’তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকযোগে গাঁ’জা বহন করে ময়মনসিংহে এনে পাইকারি বিক্রি করতেন।