খাদ্যে বিষক্রিয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যু

খাদ্যে বিষক্রিয়ায় মাদরাসা ছাত্রের মৃ’ত্যু, অসুস্থ ১৭

চট্টগ্রাম দেশ জুড়ে ধর্ম নারী ও শিশু বাংলাদেশ শিক্ষা স্বাস্থ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি নূরানী মাদরাসা ও এতিমখানায় খাদ্যে বিষক্রিয়ায় নিশান নুর হাদী (৯) নামে এক ছাত্রের মৃ’ত্যুর হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন মাদরাসাছাত্র।

 

সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নিশান একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে ওই মাদরাসার নূরানী বিভাগের প্রথম জামাতের ছাত্র ছিল।

 

মাদরাসা ও এতিমখানাটির সুপারিনটেন্ড ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, সোমবার দুপুরের দিকে মাদরাসায় গোস্ত রান্না হয়। এরপর একই দিন এশার নামাজের পরে মাদরাসার আবাসিক বিভাগের ২০ জন ছাত্র ওই গোস্ত দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ১৮ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে এবং সবাই পেট ব্যথায় বমি করতে থাকে। এ অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনা হয়। পরবর্তীকালে ওই চিকিৎসকের পরামর্শে অসুস্থ ১৮ ছাত্রকে কয়েক ধাপে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়া আগেই নিশানের মৃ’ত্যু হয়।

 

 

স্থানীয়রা জানায়, মাদরাসাটিতে মোট ১২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম ধাপে ১৮ জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে বাকি খাবার আর কেউ খায়নি। এ মাদরাসায় মোট ৭০ জন শিক্ষার্থী দৈনিক খাবার খায়। অসুস্থদের বরাত দিয়ে স্থানীয়রা আরও জানায়, রান্না গোস্তের একটু গন্ধ ছিল।

 

 

নোয়াখালী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বাংলানিউজকে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসুস্থদের মধ্যে নিশানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অসুস্থ অন্য ১৭ জন মাদরাসাছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে।

 

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খাবারের সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে কি-না তা তদন্ত করতে বাকি খাবার পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।