bd news 1971

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে দেশ গার্মেন্টস

অর্থনীতি জাতীয় বাংলাদেশ

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে দেশ গার্মেন্টস। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই এর দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থান দখল করে প্রতিষ্ঠানটি।

গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৯৯ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২২৬ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৬৬ টাকা ৯০ পয়সা।

অবশ্য এই দাম কমার আগে প্রায় সাত মাস কোম্পানিটির শেয়ার দাম অনেকটা টানা বেড়েছিল। গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০২ টাকা ৯০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে ১৯০ টাকা ৪০ পয়সায় উঠেছিল।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সবশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের মাত্র ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ ও ২০১৮ সালে ১০ শতাংশ করে বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।

আর সবশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি লোকসানের মধ্যে রয়েছে। ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২৬ পয়সা।

এদিকে দাম কমে যাওয়ার পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৫ লাখ ৩১ হাজার টাকা।

দেশ গার্মেন্টসের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল মিথুন নিটিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৩৩ শতাংশ। ১১ দশমিক ১৮ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- শ্যামপুর সুগার মিলের ১১ দশমিক ১৬ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ৯ দশমিক ৯৭ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৯ দশমিক ৯১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৯ দশমিক ৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১৫ শতংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ৮ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।