KKR

শাহরুখ খানের ছক্কায় হেরে গেলো কেকেআর

খেলাধুলা

শেষ ওভারে জয়ের জন্য পাঞ্জাব কিংসের প্রয়োজন ৫ রান। ভেঙ্কটেশ আয়ারের কাছ থেকে এক রান নিলেন শাহরুখ খান। স্ট্রাইকে পাঠালেন ইনফর্ম লোকেশ রাহুলকে। কিন্তু লং অফে শিবাম মাভির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলেন রাহুল। মাঠে নামলেন ফ্যাবিয়েন অ্যালেন।

তার আগেই অবশ্য দৌড়ে প্রান্ত পরিবর্তন করে নিয়েছিলেন শাহরুখ। চার বলে প্রয়োজন চার রান। এবার আর কোনো ঝুঁকি নিলেন না প্রীতি জিনতার দলের শাহরুখ খান। ভেঙ্কটেশ আয়ারকে মেরে দিলেন ডিপ মিডউইকেটের ওপর দিয়ে। যদিও ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু রাহুল ত্রিপাথি সেটি ধরতে পারলেন না। হয়ে গেলো ছক্কা। জিতে গেলো পাঞ্জাব। গ্যালারিতে নেচে উঠলেন প্রীতি জিনতা।

এই শাহরুখ নায়ক শাহরুখ খান নন। প্রীতি জিনতার দলের এক অলরাউন্ডার ক্রিকেটার শাহরুখ খান। তবে তার এই ছক্কায় ৫ উইকেটের ব্যবধানে হেরে গেলো নায়ক শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

দিল্লির বিপক্ষে আগের ম্যাচে জয়ের পর কেকেআরের ভালো সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দুবাইতে পাঞ্জাব কিংসের কাছে হেরে আবারও নিজেদের পথচলাটা কঠিন করে তুললো ইয়ন মরগ্যানের দল। শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে কলকাতার দলটি।

দুবাইতে টস জিতেছিল পাঞ্জাব কিংস। কিন্তু তারা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় কেকেআরকে। ভেঙ্কটেস আয়ার, রাহুল ত্রিপাথি এবং নিতিশ রানার দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝড় তোলেন লোকেশ রাহুল। তাকে দারুণ সঙ্গ দেন মায়াঙ্ক আগরওয়াল। মূলতঃ এই দু‘জনের ৭০ রানের উদ্বোধনী জুটির ওপর ভর করে জয়ের ভিত তৈরি করে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রীতি জিনতার দল।

লোকেশ রাহুল ৫৫ বল খেলে করেন ৬৭ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কার মার মারেন ২টি। ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন মায়াঙ্ক আগরওয়াল। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান। ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। ১৮ রান করেন এইডেন মারক্রাম।

কেকেআরের হয়ে ২ উইকেট নেন বরুন চক্রবর্তি। ১টি করে উইকেট নেন শুভমান গিল, সুনিল নারিন এবং ভেঙ্কটেশ আয়ার। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো পাঞ্জাব। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে রয়েছে কেকেআর। পরের দুই ম্যাচে হোঁচট খেলে প্লে-অফের বাইরে ছিটকে পড়তে হবে কেকেআরকে।