bd news 1971

আখেরি চাহার সোম্বা: বায়তুল মোকাররমে আলোচনা সভা-দোয়া বুধবার

ধর্ম

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (৫ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন ওয়াপদা ওয়াকফ স্টেট কওমি মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা রফিক আহমেদ। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ আবদুল কাদের শেখ (উপ-সচিব)।

 

আরবি ভাষায় সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরি চাহার সোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিষ্টাব্দের ২৭ সফরের বুধবার হজরত মুহম্মদ (সা.) দীর্ঘ সময় রোগ

 

ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কিতাবে উল্লেখ আছে। বৃহস্পতিবার থেকে রাসুল (সা.) আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন।