গুদামে মিললো ৫০ হাজার লিটার সয়াবিন

অর্থনীতি জাতীয় দুর্নীতি দেশ জুড়ে

ঝিনাইদহের শৈলকুপায় ৫০ হাজার ৮৪০ লিটার সয়াবিন মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কবিরপুর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার শংকর কুমার কুণ্ডুর গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছে ৩০০ ব্যারেলে ৪৭ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। একই সময়ে রাজু কুণ্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেলে তিন হাজার ১৮০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

পরে অতিরিক্ত তেল মজুদ রাখার দায়ে শংকর কুণ্ডুকে ২০ হাজার ও রাজু কুণ্ডুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মজুদকৃত তেলের ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।