আপনাদের অবদান পাকিস্তানকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে: আফ্রিদি

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরে বসেছিল পাকিস্তান। তবে, সেখান থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পরের দুই ওয়ানডেতে দুর্দান্ত দুই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছে বাবর আজমের দল।

পাকিস্তানের এমন সাফল্যের সাথে ঘুরে দাঁড়ানোয় প্রধান কোচ সাকলাইন মুশতাক ও ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে অবদান মানছেন দেশটির সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেটের এক সময়ের মহাতারকা শহীদ আফ্রিদি। এই দুই কোচের অধীনে অনন্য উচ্চতায় উঠবে পাকিস্তান বলে তার বিশ্বাস। সাকলাইন মুশতাক এবং মোহাম্মদ ইউসুফকে তাই প্রশংসায় ভাসিয়ে এক টুইট বার্তায় দিয়েছে তিনি।

এ প্রসঙ্গে শহীদ আফ্রিদি টুইট বার্তায় লিখেছেন, অভিনন্দন সাকলাইন এবং ইউসুফ। আপনারা দুজন কোচ হিসেবে দারুণ শুরু করেছেন। আমি নিশ্চিত আপনাদের অবদান পাকিস্তানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ভালো কাজ চালিয়ে যান। আমার শুভকামনা আপনাদের দুজনের সাথে, আপনারা সত্যিকারের পার্থক্য করতে পারবেন ইনশাআল্লাহ।