ঋণ নেওয়ার থেকে বরং মৃত্যু ভালো: ইমরান খান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি ভারত কিংবা আমেরিকাবিরোধী নন। কোনো দেশের বিরুদ্ধেই তার কোনো অবস্থান নেই। সোমবার টেলিভিশনে পাকিস্তানের জনগণের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ইমরান খান এই মন্তব্য করেন।

পারস্পরিক সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চান মন্তব্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি কোনো বিদেশি রাষ্ট্রের বিরোধী না। কিন্তু তারা যে নীতি পোষণ করে তার বিরোধী হতে পারি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমুক্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান উল্লেখ করে ইমরান খান বলেন, যারা অন্য দেশের সার্বভৌমত্বকে অসম্মান করে, কথায় কথায় আদেশ জারি করে; আমি তাদের বিরুদ্ধে।

পাকিস্তানের বিরোধী দলগুলো বিদেশিদের স্বার্থ হাসিলে কাজ করে অভিযাগ করে ইমরান খান বলেন, তারা বিদেশিদের জ্বি হুজুর( ইয়েস ম্যান) হিসেবে কাজ করে।

তিনি বলেন, কেউ ২০ বিলিয়ন রুপির বিনিময়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, আমি এই প্রবণতার অবসান চাচ্ছি। কারণ, এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার শামিল। ইমরান খান বলেন, আমি জাতিকে সব সময় বলতে চেয়েছি, শুধুমাত্র ঋণের কারণে কোনো দেশের গোলামি করা যাবে না। ঋণ নেওয়ার থেকে বরং মৃত্যু ভালো। সূত্র: ডন