ভারতকে যখন এতোই পছন্দ, তখন সেখানেই চলে যান: ইমরানকে মরিয়াম

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে যখন এতোই পছন্দ, তখন সেখানেই চলে যেতে পারেন। শুক্রবার ইমরান খানের মুখে ভারতের ঢালাও প্রশংসার পরে তাকে এমনই বললেন সেদেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফেরমেয়ে মরিয়াম। ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ তথা পিএমএল-এন দলের সহ সভাপতি মরিয়াম ‘এভাবেই আস্থা ভোটের আগে কটাক্ষে ভরিয়ে দিলেন ইমরানকে।

শুক্রবার ভারতের ঢালাও প্রশংসা শোনা যায় ইমরানের মুখে। তিনি বলেন, ”স্বাভিমান কাকে বলে তা ভারতের থেকে শিখুক পাকিস্তান। কোনও সুপার পাওয়ার দিল্লির উপরে হুকুম চালাতে পারে না।” ইমরানের এই মন্তব্যের পরে তাকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি মরিয়াম। তার কথায়, ”আপনার যদি ভারতকে এতই পছন্দ, তাহলে পাকিস্তান ছেড়ে সেখানে গিয়েই পাকাপাকি ভাবে বসবাস করুন।”

সেই সঙ্গে মরিয়ামের আরও খোঁচা, ”এই প্রথম দেখলাম কেউ ক্ষমতা ধরে রাখতে এমন কান্নাকাটি করছে।” পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, ইমরান এতো ভারত-বন্দনা করলেও ভারতের প্রধানমন্ত্রীদের মতো আস্থা ভোটের সামনে পড়ে নিজেকে স্থির রাখতে পারছেন না। মারিয়াম বলছেন, ভারতে এযাবৎ ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বহু প্রধানমন্ত্রী বিরুদ্ধে কিন্তু তারা কেউই সংবিধান, গণতন্ত্র ও আদর্শ থেকে চ্যুত হননি। বাজপেয়ী মাত্র ১ ভোটে হেরেও মেনে নিয়েছিলেন। দেশ ও সংবিধানকে বন্ধক রাখেননি।