আমার জন্য সবাই দোয়া করবেন: ক্রিকেটার রুবেল

খেলাধুলা

২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল বর্তমানে রয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। গত ১৪ মার্চ সংকটাপন্ন অবস্থায় তাকে রাখা করানো হয়ে আইসিইউতে। এরপর কিছুটা উন্নতি হলে নেয়া হয় সাধারণ কেবিনে।

প্রায় একমাস যাবত হাসপাতালেই রয়েছেন তিনি। প্রায় তিন বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর প্রথমবার চিকিৎসা করাতে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নেওয়া হয় সিঙ্গাপুরে। চিকিৎসা নিয়ে ফেরার আবারও ফের ক্রিকেটে ফেরার চিন্তা করেন। তবে আবারও অসুস্থ হয়ে পড়লে থেমে যায় ক্রিকেট।

প্রায় এক মাস ধরে হাসপাতালে থাকা রুবেল দোয়া চেয়েছেন সবার কাছে। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তায়লা যেন তাড়াতাড়ি সুস্ত করেদেন। আমিন।’

বাইশ গজের লড়াই ছেড়ে রুবেলের লড়াই এখন জীবনের সঙ্গে। দেশে নিয়মিত কেমো আর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়েছে জীবন।

দেশের হয়ে ৫টি এক দিনের ম্যাচ খেলা রুবেল জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়লেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১১২ ম্যাচে ৩৯২টি উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৪ ম্যাচে রয়েছে ১২০টি উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচে নেন ৬০টি উইকেট।