সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, কর্মকর্তা- কর্মচারীদের ধর্মঘট

বাংলাদেশ

সারাদেশে এক যুগে ট্রেন চলাচল বন্ধ। পূর্ব-নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। ফলে আজ বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে সারাদেশের কোথাও ট্রেন চলছে না।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ওভারটাইমের ৭৫ শতাংশ টাকা অবসরের পর দেওয়া ছাড়াও পুর‌নো নিয়‌মে ভাতা ও পেনশন সু‌বিধা বহাল রাখার দা‌বি‌ আদায়ে চালকরা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধান হলে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাল থেকে ৩ দিনের ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছে। রয়েছে চাকরির পরীক্ষা।

মাইলেজ হলো রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা রানিং ভাতা হিসেবে পাবেন। ভাতার ৭৫ শতাংশ টাকা যোগ হতো পেনশনে।