সেনাবাহিনীর প্রস্তাবে কী কী ছিল, জানালেন ইমরান খান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা হারানোর পেছনে অন্যতম নিয়ামক শক্তি হিসেবেই অনেকে দেশটির সেনাবাহিনীকেই দেখছে। ইমরান ক্ষমতা ছাড়ার পর সেনাবাহিনীই ইশারা-ইঙ্গিতে সেই মতকেই সায় দিয়েছে। এমনকি ইউক্রেন ইস্যুতেও সেনাবাহিনী আর ইমরানের কথা ছিল দুই মেরুতে।

তবে ইমরান খান বলছেন, রাশিয়া সফরের আগে তিনি সেনাপ্রধান কামার বাজওয়ার সাথে কথা বলেছিলেন। সেনাপ্রধান তাকে বলেছিলেন, অবশ্যই আমরা রাশিয়া সফরে যাবো।

এরপর আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর মহাপরিচালকের ‘তিনটি অপশন’-এর বিষয়টিও সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন ইমরান। তিনি বলেন, ‘তারা আমাকে তিনটি অপশন দিয়েছিল, সুতরাং আমি নির্বাচনের প্রস্তাবেই সায় দিয়েছি। কীভাবে আমি পদত্যাগ বা অনাস্থার পরামর্শ মেনে নেই? সূত্র: জিও নিউজ