রাজধানীতে কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢাকা দুর্ঘটনা বাংলাদেশ

যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও তাদের দুই বছর বয়সী শিশু ফাতেমা।
ষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নারী ও শিশুসহ তিন জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ এবং তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা আক্তার ও তার মেয়ে ফাতেমাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।