কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন এক পাক ব্যাটসম্যান, আগুন ঝরালেন আরেক পাক বোলার

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : জেমস অ্যান্ডারসনকে ফিরতে হল খালি হাতে। তবে বল হাতে আগুন ঝরালেন হাসান আলি। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে থামানো যাচ্ছে না পাক পেসারকে। কেন্টের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩টি উইকেট নিয়েছিলেন হাসান।

এবার গ্লস্টারশায়ারের বিরুদ্ধে নিজের দ্বিতীয় কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে পাক তারকা একাই দখল করেন ৬টি উইকেট। কার্যত একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে ধস নামান হাসান। ঐতিহ্যশালী ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে মাঠে নেমে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন হাসান আলি। মিডলসেক্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন আরও এক পাক পেসার শাহিন আফ্রিদিও।

অন্যদিকে, কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ। কেবল খেলছেন বললে ভুল হবে, রীতিমতো শাসন করছেন। প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেন। এরপর শুক্রবার লিচেস্টারশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন।

এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার নজির স্থাপন করলেন। আর এশিয়ার দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে ১৯৩৩ সালে নওয়াব ইফতিখার আলী খান পদৌতি কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।