সমস্যাটির সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে: পাপন

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে দুর্দান্ত খেললেও টেস্টে কেন জানি খেই হারিয়ে ফেলেন টাইগার বাহিনী। বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে প্রায় ২২ বছর আগে। কিন্তু সাদা পোষাকের একটা শক্তিশালী দল আজও তৈরি করতে সমর্থ হয়নি। আর এই ফরম্যাটে এখনো বাংলাদেশের জয়গুলো আসে হঠাৎ করে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ম্যাচর প্রথম সাড়ে তিন দিন টাইগাররা মোটামুটি ভালো করলেও চতুর্থ দিন থেকে ভেঙে পড়ে। বিগত দক্ষিণ আফ্রিকা সিরিজে বিষয়টি আরো প্রকাশিত হয়েছে।

দুই টেস্টেই চতুর্থ ইনিংসে বাংলাদেশ যথাক্রমে ৫৩ আর ৮০ রানে অল আউট হয়ে যায়। চতুর্থ ইনিংসে হাল ছেড়ে দেওয়ার সমস্যাটির সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, ‘যে কয়টা টেস্ট সিরিজ আমরা খেলেছি, খেয়াল করে দেখবেন চতুর্থ ইনিংসে গিয়েই আমরা ভেঙে পড়ি।

প্রথম ইনিংসে কিছুটা লড়াই করি, সাহস দেখি। কিন্তু যত দিন যায়, চতুর্থ ইনিংসে আমরা ভেঙে পড়ি। এটা কেন হচ্ছে তা প্লেয়ার এবং কোচিং স্টাফ সবার সঙ্গে আলোচনা করেই বের করতে হবে। এখানে কিছু মানসিক ব্যাপারও থাকতে পারে। সে ক্ষেত্রে যা যা করণীয় দরকার সেটাও আমরা চেষ্টা করব। ‘

বিসিবি প্রধান বারবার বলে আসছেন টেস্টে গুরুত্ব দেওয়ার কথা। তার সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল তাই। সেই বিষয়টি মনে করিয়ে দিলে পাপন বলেন, ‘আমরা আপনাদেরকে বলেছিলাম, এই যে লাস্ট নির্বাচন হলো, নির্বাচনের পর আমি বলেছিলাম যে এখন টেস্টে মনোযোগ দিতে হবে। কিন্তু করোনার কারণে দুইটা বছর…আসলে আমরা কোনো প্ল্যানই (বাস্তবায়ন) করতে পারিনি। একটা বিষয় বলে রাখি, আমাদের একটা পৃথক টিম দরকার। ‘

আগামী মাসেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ে আশাবাদী বিসিবি সভাপতি, ‘এটা কঠিন। তবে সম্ভব না―এটা আমি তো বিশ্বাসই করি না। প্রশ্নই ওঠে না।

অবশ্যই সম্ভব। আমার দৃঢ় বিশ্বাস, আমরা জিতব। আমি দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট দিয়ে আসলে বিচার করতে পারব না। আসলে এটা আমি বিশ্বাসই করতে পারছি না যে এমন খেলেছি।

আর যেহেতু এটা হোম গ্রাউন্ড। কিন্তু এই হোম গ্রাউন্ডে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পারিনি। টেস্টে আমাদের দুর্বলতা অনেক। শেষের দিকে গিয়েই আমরা হেরে যাচ্ছি। সাড়ে তিন দিন আমরা ডমিনেট করি। তারপর গিয়ে আমরা কেন যেন হঠাৎ করে ভেঙে পড়ি। শ্রীলঙ্কা ভালো দল, আমাদের দলটাও ভালো। আমার মনে হয় খুব ভালো খেলা হবে। ‘