সাইমন্ডসের দেহের পাশ থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না কুকুরটিকে!

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: শোকাহত পুরো ক্রিকেট দুনিয়া, আমাদের মাঝে আর বেঁচে নেই অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস । ৪৬ বছর বয়সী এই ক্রিকেটার গত শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। রাস্তা থেকে তার গাড়িটি ছিটকে পড়ার পর ঘটনাস্থলেই মারা যান সাইমন্ডস।

দুর্ঘটনার সময়ের বর্ণনা দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সাইমন্ডসের গাড়িতে তার দুটি পোষা কুকুর ছিল। দুর্ঘটনায় কুকুর দুটি বেঁচে যায়। জরুরী সেবাদানকারীরা কুকুর দুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সাইমন্ডসের নিথর দেহের পাশ থেকে একটি কুকুরকে কোনোভাবেই সরাতে পারছিলেন না তারা।

সেই প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ার কুরিয়ার মেইলকে বলেন, ‘একটি কুকুর খুবই সংবেদশীল ছিল, সেটা কোনভাবেই তাকে (সাইমন্ডস) ছেড়ে যেতে চাচ্ছিল না। আমরা সরানোর চেষ্টা করলেই কুকুরটি গোঁ গোঁ শব্দ করছিল।’

প্রত্যক্ষদর্শী ওই নারী এও জানিয়েছেন যে, তার সঙ্গী সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, ‘আমার সঙ্গী তাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল যাতে তাকে তার পিঠে শোয়ানো যায়। তবে সে অজ্ঞান ছিল, তাঁর পালসও পাওয়া যাচ্ছিল না।’

সাইমন্ডসের গাড়ি দুর্ঘটনার বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কুইন্সল্যান্ড পুলিশ। তবে এখনো তার এই দুর্ঘটনা রহস্যের কোন কূল কিনারা করতে পারেনি।