ধামরাইয়ে ২ ভাইয়ের নিরুদ্দেশ নাটক, গ্রামবাসীকে হয়রানি

বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়ার নাটকে হয়রানির শিকার হচ্ছেন নিরীহ গ্রামবাসী।

প্রথমে ছোটভাই আফাজ উদ্দিন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খলিলাবাদ এলাকায় আত্মগোপন করেন। এ ঘটনায় তার বড়ভাই মো. বাদশা মিয়াসহ নিরিহ গ্রামবাসীর বিরুদ্ধে তার স্ত্রী জোসনা আক্তার বাদী করে থানায় একটি গুমের মামলা করেন।

দেড় বছর পর মাস দুয়েক আগে নিজ বাড়িতে ফিরে আসেন আফাজ উদ্দিন।

পুলিশ এ গুমের মামলার আসামিদের গ্রেফতার করতে দফায় দফায় অভিযান চালিয়ে গ্রামবাসীর মাঝে আতংক সৃষ্টি করে।

এর রেশ না কাটতেই আফাজউদ্দিনের বড় ভাই বাদশা মাস দেড়েক আগে বাজারে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার বাদশা মিয়ার স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে আফাজ উদ্দিনসহ ২০-২২ জনের নামে একটি গুমের মামলা করেন। সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশের গ্রেফতার অভিযান। এতে নিরিহ গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার সাবেক ইউপি মেম্বার মো. রাইজুদ্দিন বেপারী বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে মৃত পিয়ার আরীর ছেলে মোহাম্মদ আফাজ ও তার বড় ভাই মোহাম্মদ বাদশা মিয়ার সঙ্গে। এক ভাই আরেক ভাইকে ঘায়েল করতে গুম নাটক করছে। একবার ছোটভাই আরেকবার বড়ভাই আত্মেগোপন করে নিরিহ গ্রামবাসীদের আসামি করে মামলা করে হয়রানি করছে। আর এতে হয়রানি শিকার হচ্ছে গ্রামের নিরিহ মানুষ। আমরা গ্রামবাসী দ্রুত এর প্রতিকার কামনা করছি।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, কেউ যদি কাউকে হয়রারি উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে মামলা করেন আর তা যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।