রানের বন্যা বইয়ে হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম

খেলাধুলা

দীর্ঘ সময় ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাবর আজম। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নেদারল্যান্ডস সিরিজেও পাকিস্তানের অধিনায়কের ফর্ম অব্যাহত রয়েছে। রানের বন্য বইয়ে দিচ্ছেন তিনি। এই সিরিজে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক হয়েছে তার।

ডাচদের বিপক্ষে রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১২৫ বলে ৯১ রান করেন বাবর। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও এক বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

ভেঙে দিলেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। ওয়ানডে ফরম্যাটে প্রথম ৯০ ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়লেন বাবার আজম।

হাশিম আমলা ৯০ ইনিংসে করেছিলেন ৪৫৫৬ রান, যা এতোদিন ছিল সবোর্চ্চ। রোববারের ইনিংসেরপ ৯০ ইনিংসে বাবর আজমের মোট সংগ্রহ দাঁড়ায় ৪৬৬৪ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ছিলেন বাবর। তিন ম্যাচে যথাক্রমে ৭৪, ৫৭ এবং ৯১ রান করেছেন। ৭৪ গড়ে এবং ৮০.৭৩ স্ট্রাইক রেটে মোট ২২২ রান করেছেন। ৯১রান সিরিজে তার সেরা পারফরম্যান্স।