ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের!

দেশ জুড়ে

গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে রয়েছে শত বছরের পুরনো স্কুল জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে ভাওয়াল রাজার আমলের একটি একতলা ভবন রয়েছে।

স্কুলটির অধিকাংশ ক্লাসরুমের অবস্থা খুবই জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই চালের পানি গড়িয়ে ভেতরে পড়ে। বৃষ্টি একটু বেশি হলেই শিক্ষার্থীদের ছাতা কিংবা পলিথিন মাথায় দিয়ে বসতে হয় ক্লাসে। ১৫টি শ্রেণীকক্ষের মধ্যে ৯টিই প্রায় অকেজো।

স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোসা. খাদিজা জানায়, তাদের ঘরের চালের অবস্থা খুব নাজুক, সিলিংও ভাঙা। একটু বৃষ্টি হলেই তাদের ক্লাসরুমের ভেতরে ফোটায় ফোটায় পানি পড়তে শুরু করে। মেঝেতে পানি জমে যায়।

স্কুলের প্রধান শিক্ষক মাহবুবা রহমান জানান, ১৯২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে এটি জাতীয়করণ হয়। স্কুলটি এ গ্রেডের হলেও এখানে ভালো ক্লাসরুম নেই। স্কুলের (অফিস কক্ষ বাদে) ১৫টি ক্লাসরুমের মধ্যে ৬টি ভালো বাকিগুলো পাঠদানে অনুপযোগী। ক্লাসরুমের সংকটের কারণে ভাওয়াল রাজার আমলের একতলা অকেজো ভবনেও ক্লাস নিতে হচ্ছে। এ ভবনের দুটি শ্রেণীকক্ষের ছাদ ও দেয়ালে ফাটল রয়েছে। ঝুঁকির মধ্যেই ক্লাস নিতে হচ্ছে। সেমিপাকা অন্য ভবনের টিনের চাল-সিলিং ভাঙ্গা ও স্থানে স্থানে ফুটো রয়েছে। তা দিয়ে বৃষ্টির পানি ক্লাসরুমে ঢুকে পড়ে। এমতাবস্থায় নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, ইতোপূর্বে ভবন বরাদ্দের জন্য ডিজি অফিসে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে কেন পায়নি তা বলতে পারছি না। আবারো ভবনের জন্য প্রস্তাব পাঠানো হবে।