হলে দুই এসএসসি পরীক্ষার্থীর ফেসবুক লাইভ

দেশ জুড়ে

গাজীপুরে এসএসসি পরীক্ষার হলে ফেসবুকে লাইভ ভিডিও করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারীতে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় এক শিক্ষার্থীকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইলে মোবাইল ফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগের এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গাজীপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার হলে ফেসবুকে লাইভ ভিডিও করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে দুই শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও রাকিব হাসানকে।

একই সঙ্গে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুই শিক্ষককেও। গতকাল শনিবার তদন্তের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। তারা উপজেলার ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

এদিকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দুজন শিক্ষক হলেন আফসার উদ্দিন ও আমিনুল ইসলাম। আফসার উদ্দিন শৈলাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং আমিনুল ইসলাম একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নীলফামারীতে এক শিক্ষার্থীকে দেড় বছরের কারাদণ্ড

নীলফামারীর ডিমলায় অন্যের হয়ে দাখিল পরীক্ষা দিতে গিয়ে জামিদুল ইসলাম নামের এক সিনিয়র শিক্ষার্থী ধরা পড়ে। এ অপরাধে তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ছোটখাতা ফাজিল মাদরাসার ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ইউএনও মো. বেলায়েত হোসেন এ দণ্ডাদেশ দেন। বিকেলে জামিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইল ফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। গতকাল উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে ইয়াছিন সিকদারকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পাঁচগাঁও গ্রামের কালু সিকদারে ছেলে।

জানা গেছে, ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে এক ব্যক্তি প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, ‘ইয়াছিন সিকদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ’

চট্টগ্রামে ১৪ শিক্ষককে হলের দায়িত্ব থেকে অব্যাহতি

চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার দুটি কেন্দ্রে সঙ্গে মোবাইল ফোন পাওয়ায় ১৪ জন শিক্ষককে পরীক্ষার হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল পরীক্ষা চলাকালে ওই দুই কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্রসচিবের মাধ্যমে শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ইউএনও শরীফ উল্যাহ।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর; নীলফামারী ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি)।